আগামী বছরে আসছে ফেসবুকের স্মার্ট চশমা

১৭ সেপ্টেম্বর, ২০২০ ০১:৫৯  
অগমেন্টেড রিয়েলিটি ডিভাইস নিয়ে গবেষণা করা ফেসবুকের অকুলাস ব্র্যান্ডকে ‘ফেসবুক রিয়েলটি ল্যাবস’ হিসেবে রিব্র্যান্ডিং করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। একইসাথে কোম্পানিটি গ্রাহকদের জন্য নতুন পরিধানযোগ্য ডিভাইস আনার ঘোষণা দিয়েছে। খবর টেকক্রাঞ্চ। গতকাল ফেসবুকের ভার্চুয়াল ইভেন্টে প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ জানান, আগামী বছরেই ফেসবুক অগমেন্টেড রিয়েলিটি গ্লাস বা স্মার্ট চশমা উন্মোচন করবে। এতে থাকছে এআর প্রযুক্তি। নতুন এই স্মার্ট চশমা আনার লক্ষে প্রসিদ্ধ চশমা ব্র্যান্ড লাক্সোটিকার সাথে অংশীদারিত্ব করেছে ফেসবুক। আর এই ডিভাইস আসবে রে-ব্যান ব্র্যান্ডিংয়ে। নতুন এই অংশীদারিত্বের ফলে মানুষ আসলে যে ধরণের ডিভাইস পছন্দ করে ঠিক তেমনই স্টাইলের চশমা আনা যাবে বলে মন্তব্য করেছেন ফেসবুক প্রধান। এতে কোনো ডিসপ্লে থাকছে না। অনেকটা গুগল গ্লাসের মতোই হবে এটি। ইতিমধ্যেই নতুন গ্লাসের পরীক্ষাও চালাচ্ছেন ফেসবুকের স্থায়ী ও চুক্তিবদ্ধ কর্মীরা। ডিবিটেক/বিএমটি